ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ করল নির্বাচন কমিশন

Must read

প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ভবানীপুর উপনির্বাচনে সকাল থেকে বুথমুখি ভোটাররা। বিজেপি প্রার্থী টিবরেওয়াল একদিকে অভিযোগ করেছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতাদের বিরুদ্ধেও কমিশনকে নালিশ করেছেন বিজেপি প্রার্থী।

২৩টি নিয়মভঙ্গের অভিযোগ সকাল থেকে করে ফেলেছে বিজেপি। তবে বিজেপির সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিইও জানিয়েছেন, “আমি বুথের সব ওয়েব ক্যামেরা খতিয়ে দেখেছি। কোনও অনিয়ম হয়নি। নিয়ম মেনেই ভোট হচ্ছে। সব অভিযোগই ভিত্তিহীন। কমিশন পাল্টা জানিয়েছে, বরং বিজেপি প্রার্থী নিয়ম ভঙ্গ করেছেন। তিনি সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে প্রবেশ করেছেন। যা নির্বাচনী নিয়মবিরুদ্ধ।”

আরও পড়ুন-‘জাগো’ অনুদান ৪৩১৯২টি, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে

দিলীপ ঘোষ এই নিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রীর নিজের এলাকায় নির্বাচন হচ্ছে। আশা করব ভবানীপুরে শান্তিপূর্ণ নির্বাচন হবে। যদিও পুরোপুরি শান্তিপূর্ণ হবে কি না সেটাই প্রশ্নের। যদি না হয় তাহলে মুখ পুড়বে আমাদেরই। কারণ দিদিমণি বারবার বলেছেন যে ওখানে তিনি বিপুল ভোটে জিতে আসবেন। তারপরও গুন্ডা পুলিশ এবং কর্মীদের দিয়ে ভয় দেখাচ্ছেন, মারধর করছেন, উত্তেজনা সৃষ্টি করছেন। এতেই বোঝা যায় যে তিনি হারতে চলেছেন। এই ক্ষেত্রে সবই বাড়াবাড়ি হবে। আর তাতে মুখ পুড়বে পশ্চিমবাংলার।’

Latest article