সংবাদদাতা, বহরমপুর : ‘জাগোবাংলা’-র (Jago Bangla) স্টলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই বিক্রি হচ্ছে দেদার। কালীপুজো উপলক্ষে বহরমপুরের তৃণমূল কার্যালয়ে ওই জাগোবাংলা-র স্টলে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচুর বই বিক্রি হচ্ছে বলে জানালেন দলীয় কর্মীরা। কালীপুজোর দিন থেকে বুধবার দুপুর পর্যন্ত মোট আঠারো হাজার টাকার বই বিক্রি হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বহরমপুরের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কালীপুজোর আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ওই পূজোর উদ্বোধন করেন বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শায়নী সিংহরায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস এবং বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সেই পুজোমণ্ডপের পাশেই জাগোবাংলা-র (Jago Bangla) স্টল খোলা হয়েছে। তৃণমূল নেতা সুবোধ দাস, আব্দুল মাতিন, শিক্ষক নেতা মহিদুল ইসলাম এবং প্রবীর ভট্টাচার্য ওই স্টলে বই বিক্রির দায়িত্বে রয়েছেন। এ নিয়ে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শায়নী সিংহরায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপন্ন ভারত, পরিবর্তন, ব্যক্তিত্ব, অনশন কেন, কন্যার চোখে কন্যাশ্রী, আমি, মা সহ ছোটদের এবং বড়দের বিভিন্ন বই বিক্রি করা হচ্ছে।