পড়ুয়াদের সচেতন করতে স্কুলে শিশু সংসদ

Must read

প্রতিবেদন : স্কুল পড়ুয়াদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার (West Bengal Government)। যাতে তাদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ হবে শিশু বয়স থেকেই। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র সংসদ’-এর ধাঁচে রাজ্য জুড়ে স্কুলে স্কুলে হবে ‘শিশু সংসদ’। এই শিশু সংসদকে শিশু পড়ুয়াদের নিজেদের মতামত জানানোর একটি মঞ্চ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। শিশু সংসদের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুলের ম্যানেজমেন্ট, উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে নিজেদের মতামত জানাতে পারবে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতারও বিকাশ হবে শিশু সংসদের মাধ্যমে। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা এই শিশু সংসদে যোগ দিতে পারবে। শিশু সংসদে স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রীর মতো পদও থাকবে। শিশু সংসদের কাজের আটদফা গাইডলাইন তৈরি হয়েছে। কালীপুজোর পর স্কুল খুললে স্কুলে স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। সভাপতি হবেন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিশু সংসদের মাধ্যমে মিড-ডে মিল নজরদারি, তর্ক-বিতর্ক আলোচনাসভার আয়োজন, স্কুলের কী প্রয়োজন রয়েছে তা দেখা-সহ একাধিক কাজ হবে।

আরও পড়ুন-নভেম্বর থেকে শুরু হচ্ছে এবার গ্রামে চলো

Latest article