প্রতিবেদন : এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে কাল নবান্নে উচ্চপর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার শিক্ষা অধিকর্তা, বিদ্যালয় পরিদর্শক ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী জেলাশাসককে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বাহিনী করার জন্য ইতিমধ্যেই প্রতিটি জেলায় জেলাশাসকদের নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। প্রতি জেলার ডিআই সহ স্কুল দফতরের আধিকারিকরা এই কমিটিগুলিতে রয়েছেন।
আরও পড়ুন-ফের চালু হচ্ছে ফেরি সার্ভিস
নেতাজি-বিবেকানন্দকে অনুসরণ করে উন্নততর মানুষ গড়ে তুলতে জয়হিন্দ বাহিনী তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতোই এবার সেই বাহিনী তৈরির পদক্ষেপ করতে চলেছে শিক্ষা দফতর। সূত্রের খবর, স্কুলের পড়ুয়াদের নিয়ে অনেকটা এনসিসি-র ধাঁচে এই জয়হিন্দ বাহিনী তৈরি করা হবে সরকারি স্কুলগুলিতে। এনসিসি-তে যেমন ট্রেনিং দেওয়া হয়, তেমনই ট্রেনিং পাবে এই বাহিনীর সদস্যরা। প্রাথমিক ভাবে চারটি জোনে ভাগ করে জয়হিন্দ বাহিনী গঠনের রূপরেখা আঁকা হয়েছে। কলকাতা, বারাকপুর, জঙ্গলমহল ও শিলিগুড়িতে প্রাথমিক ভাবে গড়ে তোলা হবে এই বাহিনী।
আরও পড়ুন-মুড়িগঙ্গাকে পলিমুক্ত করতে শুরু ড্রেজিং
এই জেলার সব ছাত্রছাত্রীদেরই এই বাহিনীর অন্তর্গত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘জয়হিন্দ বাহিনীতে ছাত্রছাত্রীদের উন্নততর মানুষ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম ও স্লোগান উভয়ই যাতে আগামী প্রজন্ম মনে রাখতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে এই বাহিনী। পাশাপাশি এই জয়হিন্দ বাহিনীর কাজ হবে স্বামী বিবেকানন্দের উন্নততর মানুষ গঠনের চেষ্টাকে বাস্তবায়িত করা।”