ফের চালু হচ্ছে ফেরি সার্ভিস

এর ফলে বিদ্যালয়ের পড়ুয়া, কলকারখানার শ্রমিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ও ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

Must read

সংবাদদাতা, হুগলি : আবার চালু হচ্ছে ফেরি সার্ভিস (ferry service)। হুগলির দুটি গঙ্গার ঘাট একটি চন্দননগরের গৌরহাটি ও চাঁপদানির পলতা ফেরি সার্ভিস দীর্ঘ কয়েক বছর ধরেই বন্ধ। এর ফলে বিদ্যালয়ের পড়ুয়া, কলকারখানার শ্রমিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ও ব্যবসায়ীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

আরও পড়ুন-মুড়িগঙ্গাকে পলিমুক্ত করতে শুরু ড্রেজিং

হুগলির চাঁপদানি ও চন্দননগর গৌরহাটির এলাকার বাসিন্দাদের ও সকল হুগলির জেলার ও ২৪ পরগনা জেলার বাসিন্দাদের জন্য আনন্দের খবর দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে হুগলির দুটি ফেরি সার্ভিস গঙ্গার ঘাটের যাত্রীদের পারাপারের খুলে দেওয়া হবে। এই খবরে খুশির হাওয়া এলাকায়।

Latest article