প্রতিবেদন: পাঁচ বছর আগে রাজস্থানের আলওয়ারে (Rajasthan alwar) গরু পাচারের অভিযোগে এক কৃষককে পিটিয়ে মারা হয়েছিল। ওই খুনের ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজনকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত। তবে প্রমাণের অভাবে এক ব্যক্তিকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের জুলাই মাসের এক রাতে আকবর খান ও আসলাম নামে দুই ব্যক্তি গ্রামের পথ দিয়ে দু’টি গরুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশের গ্রাম থেকেই গরু দুটি আনছিলেন তাঁরা। রাতেরবেলা ওই দুজনকে গরু নিয়ে যেতে দেখে রামগড় গ্রামের কিছু স্বঘোষিত গোরক্ষক মনে করেন, তাঁরা গরু পাচারের কাজ করছেন। এর পরেই লাঠি ও পাথর দিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয়। খবর পেলেও পুলিশ প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থলে (Rajasthan alwar) পৌঁছয়। অভিযোগ ওঠে, পুলিশ ঘটনাস্থলে আসতে অস্বাভাবিক দেরি করেছে। গুরুতর জখম আকবরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে গরু দুটিকে নিরাপদ আশ্রয় পাঠানোর কাজে ব্যস্ত ছিল পুলিশ। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আকবরের মৃত্যু হয়। পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ৪ জনকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত।
আরও পড়ুন- অনলাইন গেমিং সংস্থাগুলির বিরুদ্ধে তল্লাশি চালাল ইডি