আমূলের আগ্রাসন রুখতে শাহ’র হস্তক্ষেপ দাবি স্ট্যালিনের

কর্নাটকের মতো প্রতিবাদ তামিলনাড়ুতেও

Must read

প্রতিবেদন : কর্নাটকের (Karnataka) পর তামিলনাড়ুতেও (Amul- Tamil Nadu) গুজরাতের দুগ্ধ সমবায় সংস্থা আমূলকে নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে মোদি-শাহর রাজ্যের সংস্থা আমূলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছিল কর্নাটকে। আমূলের আগ্রাসন ঠেকাতে কন্নড় জাত্যাভিমানকে উসকে দিতে রাজ্যের সংস্থা নন্দিনী ব্র্যান্ডকে হাতিয়ার করেছিল কংগ্রেস। সম্প্রতি বিভিন্ন রাজ্যেই মোদির গুজরাতের দুগ্ধ সমবায় সংস্থা আমূল একতরফা ব্যবসা করার চেষ্টা চালাচ্ছে। যা নিয়ে সর্বত্রই প্রতিবাদ শুরু হয়েছে। যার সর্বশেষ সংযোজন তামিলনাড়ু।

আরও পড়ুন- আলওয়ারে গণপিটুনিতে সাত বছর জেলের সাজা

সম্প্রতি তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে দুধ সংগ্রহের কাজ শুরু করেছে গুজরাতের সংস্থা আমূল। আমূলের (Amul- Tamil Nadu) এই কার্যকলাপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুধু তাই নয়, এ বিষয়ে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। স্ট্যালিন (MK Stalin) অভিযোগ করেছেন, কেন্দ্রের দেওয়া মাল্টি স্টেট কো-অপারেটিভ লাইসেন্স-এর সুবিধা নিয়ে আমূল দেশের বিভিন্ন রাজ্যে তাদের ব্যবসা বাড়াচ্ছে। ইতিমধ্যেই এই সংস্থা তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায় একটি চিলিং প্ল্যান্ট ও একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করেছে। এর ফলে স্থানীয় দুগ্ধ উৎপাদক ও দুগ্ধজাত সামগ্রী নির্মাতা সংস্থাগুলি সমস্যায় পড়েছে। স্থানীয় সংস্থাগুলিকে বাঁচাতে আমূল যাতে তামিলনাড়ু থেকে দুধ সংগ্রহ না করে তার জন্য অবিলম্বে নির্দেশ দেওয়ার জন্য শাহকে অনুরোধ করেছেন স্ট্যালিন। মুখ্যমন্ত্রী শাহকে আরও জানিয়েছেন, গুজরাতের এই সংস্থা এলাকাভিত্তিক দুধ সংগ্রহের নীতিও লংঘন করছে। এর ফলে রাজ্যে তৈরি হচ্ছে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সংস্থাগুলি। উল্লেখ্য, তামিলনাড়ুতে দুগ্ধ উৎপাদনকারী সমবায় হিসেবে অত্যন্ত পরিচিত নাম আভিন। আভিন কো-অপারেটিভের আওতায় গোটা রাজ্যে প্রায় ৯৬৭৩টি দুধ উৎপাদনকারী সমবায় সমিতি কাজ করে থাকে। যার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের রুটিরুজি।

Latest article