ইরানে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন, নোবেল পেলেন জেলবন্দি নার্গিস

Must read

১৩ বার ইরান সরকারের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। ১৫৪টি চবুকের আঘাত রয়েছে তাঁর শরীরে। ৫ বার তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আপাতত ৩১ বছরের সাজা ভোগ করছেন তিনি। জেলে বন্দি থাকা অবস্থাতেই নোবেল পুরস্কার পেলেন নারী স্বাধীনতার জন্য সওয়াল করা নার্গিস মহম্মদি (Narges Mohammadi)।

শুক্রবার নোবেল শান্তি পুরস্কারের জন্য ইরানের প্রতিবাদী মুখ নার্গিস মহম্মদির (Narges Mohammadi) নাম ঘোষণা করল নোবেল কমিটি। মহিলাদের অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত পরিচিত নাম নার্গিস। মহিলাদের অধিকারের লড়াইয়ে সরকারের সঙ্গে সংঘাতের জেরে দীর্ঘদিন কারাগারে কাটিয়েছেন তিনি। এখনও তিনি জেলবন্দি। নারী অধিকার নিয়ে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত পরিচিত নাম নার্গিস।

আরও পড়ুন-বিরাট ধাক্কা বোসের: রাজ্যপাল উপাচার্য নিয়োগে করতে পারবেন না, জানাল সুপ্রিম কোর্ট

গত বছর ইরানে নারীদের উপর ইসলামিক পোশাক বিধি চাপিয়ে দেওয়া নিয়ে সরকারের সঙ্গে নাগরিকদের আন্দোলন যখন চরম আকার নেয় ঠিক সেই সময় গ্রেফতার করা হয় আন্দোলনের অন্যতম মুখ ৫২ বছর বয়সি নার্গিসকে। গত বছর নভেম্বর থেকে তেহেরানের একটি জেলে বন্দি রয়েছেন তিনি। এই মানবাধিকার কর্মীকেই এবার নোবেল পুরস্কার বিজেতা হিসেবে বেছে নিল নোবেল কমিটি।

নার্গিসকে ‘মুক্তি যোদ্ধা’ বলে আখ্যা দিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটি প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন জানান, ‘নারী, জীবন, স্বাধীনতা’ শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান, যা বারে বারে শোনা গিয়েছে মহম্মদির কণ্ঠে। ইরানের নিপীড়িত নারীদের হয়ে লড়াইয়ের জন্য জেল বন্দি এই মানবাধিকার কর্মীকে বেছে নেওয়া হয়েছে ২০২৩-এর শান্তি পুরস্কারের জন্য। ১৯তম মহিলা হিসাবে নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস মহম্মদি।

Latest article