জল জীবন মিশন, ৪৬% বরাদ্দ ছাঁটাই করল কেন্দ্র

শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে বেশিদিন চলা যায় না, দেশবাসীর সামনে একদিন না একদিন মুখোশ খুলেই যায়!

Must read

প্রতিবেদন: শুধু মিথ্যে প্রতিশ্রুতি আর ভাঁওতা দিয়ে বেশিদিন চলা যায় না, দেশবাসীর সামনে একদিন না একদিন মুখোশ খুলেই যায়! মোদি সরকারের কার্যকালে বারবার প্রমাণ হয়েছে এই প্রবাদের সার্থকতা৷ আরও একবার মোদি সরকারের মিথ্যাচারের প্রমাণ মিলেছে কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনকে ঘিরে৷ গত বছর অর্থাৎ‍ ২০২৪ সালের মধ্যে দেশের গ্রামীণ এলাকায় অবস্থিত ১৬ কোটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে শুরু হয়েছিল জল জীবন মিশন প্রকল্প৷ নির্ধারিত সময়ে মোট প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ করা গেছে দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে ২.৭৯ লক্ষ কোটি টাকা দেওয়ার আর্জি জানায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক৷

আরও পড়ুন-এক দেশ এক ভোট, জেপিসি বৈঠকে কেন্দ্রকে হুঁশিয়ারি কল্যাণের

এই সময়েই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, জল জীবন মিশন প্রকল্পের মেয়াদ আরও চার বছর বাড়ানো হলেও কেন্দ্রীয় বরাদ্দ ৪৬ শতাংশ কমানোর সুপারিশ করেছে মোদি সরকারের ‘এক্সপেন্ডিচার ফিনান্স’ কমিটি৷ এর পরেই অর্থ মন্ত্রক জানায় তারা সর্বাধিক ১.৫১ লক্ষ কোটি টাকা বাড়তি বরাদ্দ করতে পারবে৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এই সিদ্ধান্তের পরে সব থেকে বেশি সমস্যায় পড়তে পারে জল জীবন মিশন প্রকল্পের কাজ থমকে যাওয়া রাজ্যগুলি৷ আগামী দিনে প্রকল্পের কাজ শেষ করার জন্য রাজ্যগুলির ঘাড়ে চাপতে পারে ১.২৫ লক্ষ কোটি টাকার বোঝা, এমনটাই আন্দাজ করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা৷ মোদি সরকারের এই অবিমৃষ্যকারিতায় আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যগুলি এবং তাদের সাধারণ আমজনতা, এই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই বলেই একমত ওয়াকিবহাল মহল৷

Latest article