বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি : শান্তির ভোট কাকে বলে দেখিয়ে দিল জলপাইগুড়ি। রবিবার জেলার তিনটি পুরসভা জলপাইগুড়ি, মাল এবং ময়নাগুড়ি পুর এলাকায় ভোট নির্বাচন হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় সব বুথগুলিতে। উৎসবের মেজাজেই হল ভোট। শান্তিপূর্ণ ভোট করতে তৎপর ছিল প্রশাসন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিন তিনটি পুরসভায় মোট ১৮২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন ১১৩৬২১ জন ভোটদাতা। জেলার তিনটি পুরসভার প্রায় প্রত্যেকটি বুথ কেন্দ্রে ঘুরে দেখেন তৃণমূলের (Trinamool Congress) জেলা সভানেত্রী মহুয়া গোপ। ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোট শেষে এদিন তিনি জানান, জেলায় পুরোপুরি শান্তিপূর্ণ ভোট হয়েছে। এরজন্য জেলা প্রশাসন কে ধন্যবাদ জানান তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেত্রী। জেলাশাসক মৌমিতা গোধরা বসু জানান, শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে।