সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC)জলপাইগুড়ি বিভাগ একটি সাংবাদিক সম্মেলন করে। জলপাইগুড়ি জেলার তরফে জানানো হয় শুভেচ্ছা।
আরও পড়ুন-‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর
এদিন সম্মেলনে বলা হয়, ২০২৩ এর ১লা জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একটি নতুন কর্মসূচি ও প্রচার অভিযান শুরু করেছেন। দিদির সুরক্ষা কবচ নাম চালু হয় এই সুবিধা। এরপর জেলায় মানুষকে জানানো হচ্ছে এই কর্মসূচির সবরকম সুবিধা মানুষের কাছে পৌঁছবে। সভানেত্রী বাম শাসনের অত্যাচার থেকে বেরিয়ে ২০১১ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন। সর্বস্তরের মানুষের দৈনন্দিন জীবনের সুবিধার্থে তিনি বিভিন্ন রকম কাজ শুরু করেন। মানুষকে সামাজিক সুরক্ষা থেকে আয়ের পথ দেখিয়েছেন তিনি। ৬টি ক্ষেত্রে ১৫টি প্রকল্প মানুষ এখন জীবনসঙ্গী করে নিয়েছে।
বামুনডাঙ্গা চাবাগানের বাইরে আদিবাসীদের মুখ্যমন্ত্রী গ্রাম করে দিয়েছে তাদের সুবিধার্থে। এছাড়াও সকলের জন্য রয়েছে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প। রয়েছে বেশ কিছু পেনশন প্রকল্প।