জামদানি তৈরি করে পদ্মশ্রী

Must read

শ্যামল রায়, নবদ্বীপ : তাঁতের শাড়ির জন্য নদিয়া জেলার শান্তিপুরের তাঁতশিল্পীদের কদর গোটা বিশ্বে। অনেক শিল্পী ইতিমধ্যে রাজ্য সরকার-সহ একাধিক পুরস্কারও পেয়েছেন। কয়েকদিন আগে শান্তিপুর ফুলিয়ার তাঁতি বীরেন বসাক জামদানি শাড়িতে নিপুণ শিল্প ফুটিয়ে তুলে পদ্মশ্রী সম্মান পেলেন। ফুলিয়ার জনপ্রিয় তাঁতশিল্পী বীরেনকুমার বসাক পদ্মশ্রী পেয়ে বলেছেন, ‘আমার জীবনের সেরা পুরস্কার। বহু পুরস্কার পেয়েছি কিন্তু রাষ্ট্রপতিভবনে গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেব জীবনে ভাবতেও পারিনি। আমি খুশি গর্বিত।’ শিল্পীর প্রতিভা মেনে নিয়ে বাধ্য হয়ে শনিবার টুইটারে প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। শিল্পী বীরেনকুমারের সঙ্গে নিজের ছবি শেয়ারও করেন। তাতে দেখা যাচ্ছে, শিল্পীর সঙ্গে তাঁর তৈরি শাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গের নদিয়ার বীরেনকুমার বসাক বিশিষ্ট তন্তুবায়। তাঁত শাড়িতে ভারতীয় সংস্কৃতির নানা দিক ও ইতিহাসের নানা অধ্যায় ফুটিয়ে তোলেন। পদ্মসম্মানে ভূষিতদের সঙ্গে আলাপচারিতার সময় তাঁর থেকে পাওয়া উপহারে আমি আপ্লুত ও গর্বিত।’

Latest article