৬ ঘণ্টায় ৩ বার কেঁপে গেল জম্মু-কাশ্মীর, আজ ফের ভূমিকম্প

গতকালের ভূমিকম্পে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ইতিমধ্যেই ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িতে।

Must read

বুধবার ভোররাতে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) আবার ভূমিকম্প (Earthquake) হল। জম্মু-কাশ্মীরের কাটরা (Katra) ও ডোডায় (Doda) এই ভূমিকম্প হয়। এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। পরপর তিনবার এই কম্পন অনুভূত হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গতকালের ভূমিকম্পে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। ইতিমধ্যেই ফাটল ধরেছে বেশ কয়েকটি বাড়িতে।

আরও পড়ুন-কলকাতা থেকে গাড়িতে যাওয়া যাবে ব্যাঙ্কক, মাঝে শিলিগুড়ি, কবে চালু হাইওয়ে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রাত ২ টো ২০ মিনিট নাগাদ প্রথম যে ভূমিকম্পটি হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মুর কাটরা থেকে ৮১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটি হয় সকাল ৭টা ৫৬ মিনিট নাগাদ। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। ওই ভূমিকম্পেরও উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয় ভূমিকম্পটি হয় ৮ টা ২৯ মিনিটে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩। তৃতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল কিস্তোরে, ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

 

Latest article