কলকাতা থেকে গাড়িতে যাওয়া যাবে ব্যাঙ্কক, মাঝে শিলিগুড়ি, কবে চালু হাইওয়ে

ওই হাইওয়ের যে অংশ থাইল্যান্ডের সেটার কাজ শেষের পথে। কবে হাইওয়ে চালু হবে, সেটা যদিও মায়ানমার এবং ভারতের অংশের কাজের উপর নির্ভর করবে।

Must read

কলকাতা (Kolkata) থেকে গাড়ি চালিয়ে ব্যাঙ্কক (Bangkok) যাওয়া যাবে। বছর কয়েকের মধ্যেই সেটা বাস্তবে পরিণত হবে। এবার সেই হাইওয়ে ছুঁয়ে যাবে শিলিগুড়িকে। থাইল্যান্ড এবং মায়ানমার সরকার মনে করছে আর মাত্র তিন থেকে চার বছরের মধ্যে ২,৮০০ কিলোমিটার বড় ওই হাইওয়ে চালু হয়ে যেতে পারে। এই হাইওয়ের বেশিরভাগ অংশ ভারতে পড়বে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-নবজোয়ার যাত্রার শেষ জেলায় অভিষেক

‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’-র আওতায় সেই হাইওয়ে নির্মাণের পরিকল্পনা চলছে। ব্যাঙ্কক থেকে হাইওয়ে শুরু হবে। থাইল্যান্ডের মধ্যে দিয়ে কিছুটা অংশ পার করে সেই হাইওয়ে মায়ানমারে ঢুকবে। তারপর যাবে ভারতে। উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। সব শেষে সেই হাইওয়ে শিলিগুড়ি হয়ে কলকাতায় এসে পৌঁছাবে।

আরও পড়ুন-চিঠির জবাব দিলেন অভিষেক

নাগাল্যান্ডের কোহিমা, অসমের গুয়াহাটি, মণিপুরের মোর ছুঁয়ে যাবে সেই হাইওয়ে। উত্তর-পূর্ব ভারতে সীমান্ত দিয়ে মায়ানমারে ঢুকবে হাইওয়ে।মঙ্গলবার কলকাতায় ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সর একটি অনুষ্ঠানে জানানো হয়েছে, ব্যাঙ্কক থেকে কলকাতা পর্যন্ত হাইওয়ের কাজ চলছে। ওই হাইওয়ের যে অংশ থাইল্যান্ডের সেটার কাজ শেষের পথে। কবে হাইওয়ে চালু হবে, সেটা যদিও মায়ানমার এবং ভারতের অংশের কাজের উপর নির্ভর করবে।

Latest article