সুনীল, কৃষ্ণর গোলে দাপুটে জয় বেঙ্গালুরুর

মোহনবাগানে সই দেবনাথের

Must read

প্রতিবেদন : বেঙ্গালুরু এফসি-র হয়ে অভিষেকেই গোল করলেন রয় কৃষ্ণ। তবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে নিজে গোল করে এবং কৃষ্ণকে দিয়ে গোল করিয়ে ম্যাচের নায়ক অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বুধবার ডুরান্ড কাপের (Durand Cup 2022) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বেঙ্গালুরু। জামশেদপুরকে ২-১ গোলে হারিয়ে দেয় ১০ জনের বেঙ্গালুরু (Jamshedpur FC vs Bengaluru FC)।

আরও পড়ুন: ফিফার সঙ্গে কথা কেন্দ্রের শুনানি পিছিয়ে সোমবার

কিশোরভারতী স্টেডিয়ামে এই ম্যাচে শুরুতেই তরুণ দল জামশেদপুরের (Jamshedpur FC vs Bengaluru FC) বিরুদ্ধে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। দ্বিতীয়ার্ধে কৃষ্ণর গোলে ব্যবধান দ্বিগুণ করে বেঙ্গালুরু। সুনীলের পাস থেকেই গোল করেন মোহনবাগান ছেড়ে এবার বেঙ্গালুরুতে নাম লেখানো ফিজির গোলমেশিন। জামশেদপুরের গোলদাতা ঋষি। ফ্রিকিক থেকে তিনি গোল করেন। হীরা মণ্ডল লাল কার্ড দেখায় বেশ কিছু সময় দশ জনে খেলতে হয় বেঙ্গালুরুকে। তাতেও জয় আটকায়নি। এদিকে, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর দিনই ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের গোলরক্ষক দেবনাথ মণ্ডলকে সই করাল মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দো তাঁর গোলকিপিংয়ের ভিডিও দেখে তাঁকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার ডুরান্ডে প্রথম ম্যাচের আগে ক্লোজড ডোর প্র্যাকটিস শুরু করেছে জুয়ানের দল।

Latest article