“কন্যাশ্রীর টাকাতেই আমি পড়াশোনা করতে পারছি”

Must read

জাসমিনা মোল্লা। মথুরাপুর দক্ষিণ ২৪ পরগনার

“সুন্দরবনের মথুরাপুরের ডাকাইতমারাতে আমাদের বাড়ি। কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল থেকে এবার উচ্চমাধ্যমিক পাশ করেছি। আমার প্রাপ্ত নম্বর ৩৭০। চার বছর আগে আমার বাবা প্রয়াত হন। তিন বোনের মধ্যে আমি বড়। চরম আর্থিক সঙ্কটে আমার পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছিল। সেইসময় কন্যশ্রী প্রকল্পের পাওয়া টাকায় হাতে স্বর্গ পেলাম। সেই টাকাতেই আমি পড়াশোনা চালিয়ে গিয়েছি। এরপর গত বছর আমি কন্যাশ্রীর ২৫ হাজার টাকাও পেয়েছি। আমার দুই বোনও পড়াশোনা করছে। তারাও কন্যাশ্রীর টাকা পায়। আমি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাই। কলেজে ভর্তি হব। কন্যাশ্রীর টাকায় আমি ভবিষ্যতে পড়াশোনা করে আরও বড় হব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াতেই উচ্চশিক্ষা নিতে পারছি। তাঁকে আমার অন্তরের প্রণাম।”

আরও পড়ুন-রাজ্যপাল পদে ভোট নয় কেন ?

Latest article