প্রতিবেদন : কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলীয় তারকা স্ট্রাইকার জেসন কামিন্স (Jason Cummings) চলে এলেন শহরে (Kolkata)। মোহনবাগানের অধিকাংশ ভারতীয় ফুটবলারও পৌঁছে গিয়েছেন কলকাতায়। দলের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো আসেন শনিবার সকালে। কিন্তু কোচ, ফুটবলারদের জেট ল্যাগের জন্য পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার থেকে ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা এবং ফিটনেস ট্রেনিং শুরু হল না। একদিন পিছিয়ে রবিবার থেকে তা শুরু হওয়ার কথা।
কামিন্সের (Jason Cummings) সঙ্গে এদিন একই বিমানে শহরে আসেন গত মরশুমে চোটের জন্য ছিটকে যাওয়া পল পোগবার দাদা ফ্লোরেন্তিন। কিন্তু ফ্লোরেন্তিনকে মোহনবাগান বাতিল করেনি। তাঁর আরও এক বছরের চুক্তি ছিল মোহনবাগানের সঙ্গে। ক্লাবের পরিকল্পনায় যদিও নেই পল পোগবার দাদা। তবু তাঁর সঙ্গে চুক্তি থাকায় দলের সঙ্গে অনুশীলন করবেন ফ্লোরেন্তিন। প্র্যাকটিসে তাঁর ফিটনেস পরখ করবেন কোচ ফেরান্দো। তাছাড়া এবার এএফসি কাপে সাতজন বিদেশি রেজিস্ট্রেশন করানো যাবে। প্রথম একাদশেও বিদেশির সংখ্যা বাড়ছে।