আবুধাবি, ২১ অক্টোবর : শনিবার টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি ইংল্যান্ড। তবে টিমের দুই অন্যতম সেরা তারকা বেন স্টোকস এবং জোফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। চোটের জন্য দু’জনে অনেক আগেই ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। আর স্টোকস-আর্চারের অনুপস্থিতিকে বড় লজ্জা হিসাবে চিহ্নিত করছেন জেসন রয়।
আরও পড়ুন-শাকিবের দাপটে মূলপর্বে বাংলাদেশ
বৃহস্পতিবার এক ভার্চুয়াল প্রেস মিটে এই প্রসঙ্গে রয়ের মন্তব্য, ‘‘ওদের দু’জনকে বিশ্বকাপে না পাওয়াকে আমি সমস্যা হিসাবে দেখতে চাই না। বরং এটা লজ্জা। বিশ্বকাপের মঞ্চে ওদের মতো তারকাদের না পাওয়া অবশ্যই বড় লজ্জা। তবে আশার কথা, ওরা দু’জনেই ফিট হওয়ার পথে এগোচ্ছে।’’
প্রসঙ্গত, অলরাউন্ডার স্টোকসের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। অন্যদিকে, ফাস্ট বোলার আর্চার ডান কনুইয়ের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন। তবে ইতিবাচক ঘটনা হল, দু’জনেই সম্প্রতি রিহ্যাব শুরু করেছেন। শুধু স্টোকস বা আর্চার নন, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের আরও এক নির্ভরযোগ্য তারকা স্যাম কারেন। তাঁর পরিবর্তে টিমে নেওয়া হয়েছে স্যামের দাদা টম কারেনকে।
তবে চোট-আঘাত সমস্যা সত্ত্বেও, বর্তমান ইংল্যান্ড দলে যথেষ্ট গভীরতা রয়েছে বলে দাবি করছেন রয়। তিনি বলেন, ‘‘আমাদের দলে গভীরতা এবং বৈচিত্র দুটোই রয়েছে। টি-২০ ফরম্যাটের কয়েকজন বিশেষজ্ঞ থাকায় দল যথেষ্ট শক্তিশালী। তাই বিশ্বকাপে ইংল্যান্ড ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস।’’