Hair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কেটে জাভেদ হাবিব বিপাকে, হেয়ারস্টাইলিস্টের বিরুদ্ধে মামলা

বেশ স্বনামধন্য হেয়ারস্টাইলিস্ট তিনি। দেশ বিদেশ সর্বত্র তার পরিচিতি রয়েছে। সেই জাভেদ হাবিবের (Jawed Habib)-এর বিরুদ্ধে এবার উঠল বেনজির অভিযোগ।

Must read

বেশ স্বনামধন্য হেয়ারস্টাইলিস্ট তিনি। দেশ বিদেশ সর্বত্র তার পরিচিতি রয়েছে। সেই জাভেদ হাবিবের (Jawed Habib)-এর বিরুদ্ধে এবার উঠল বেনজির অভিযোগ। মাথায় থুতু ছিটিয়ে মহিলার চুল কাটলেন তিনি। করোনাকালে মহিলার এই অভিযোগ বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। থুতু ছিটিয়ে চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরালও হয়েছে। জাতীয় মহিলা কমিশনের করা অভিযোগের ভিত্তিতে জাভেদের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে মুজফফরনগর থানার পুলিশ। IPC ৩৫৫ ধারা (হামলা), ৫০৪ (অপমান) এবং মহামারী আইনের ধারায় হেয়ারস্টাইলিস্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-স্ত্রী-দুই শিশুসন্তানকে ছেড়ে হাজার মানুষের ভিড়ে শেষ বিদায় মজিবুরকে

যদিও ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চেয়েছেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার সেমিনারে বলা কিছু কথা যদি কাউকে কষ্ট দেয় তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা যদি সত্যিই আঘাত পেয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত”

আরও পড়ুন-তৃণমূল নেতা মজিবুরকে হত্যার অভিযোগ তুলে ত্রিপুরায় উঠল খুনের মামলা রুজু করার দাবি

ঘটনাটি ঘটেছিল কী? মুজফরনগরে জাভেদ হাবিবের ওয়ার্কশপে চুল কাটাতে গিয়েছিলেন বাগপতের তরুণী পূজা (Puja)। তরুণীর বয়ান অনুযায়ী, চুল কাটতে গিয়ে হাবিব তাঁর চুলে রীতিমতো থুতু ছিটিয়েছেন। প্রতিবাদ জানালে নাকি বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট দাবি করেন, তাঁর থুতুতে প্রাণ আছে। এটি চুলের পক্ষে ভালো। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেট দুনিয়া তোলপাড়। ঘেন্নায় মুখ ঘুরিয়েছে নেটিজেনরা। ঘটনা নজরে আসতে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। উত্তরপ্রদেশ পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে আর্জি জানায়। একইসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানার (Rakesh Asthana) কাছেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন করা হয়।

তবে, হাবিবের বিরুদ্ধে যা পদক্ষেপ করা হোক না কেন, এই অভিজ্ঞতার পর পূজা জানিয়েছেন, তিনি রাস্তার পাশে বসা নাপিতের থেকেও চুল কাটাতে পারেন কিন্তু জীবন কোনওদিন আর জাভেদ হাবিবের কাছে যাবেন না।

Latest article