প্রতিবেদন : জওহরলাল নেহরু আদর্শ নেতা। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মুখে এই প্রশস্তি শুনে অস্বস্তি খোদ বিজেপির শীর্ষ মহলে। যে নেহরুকে স্বীকারই করেন না নরেন্দ্র মোদি-অমিত শাহরা, দেশের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা সেই জওহরলাল নেহরুকে আদর্শ বলে মানলেন গড়করি।
আরও পড়ুন-ত্রিপুরায় বিজেপি বনাম বিজেপি: সরকারি নিয়োগে অস্বচ্ছতা নিয়ে বিপ্লবকে আক্রমণ সুদীপের
দিল্লিতে একটি হিন্দি সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে গড়করি বলেন, জওহরলাল নেহরু হলেন দেশের আদর্শ নেতা। ভারতীয় গণতন্ত্রে মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে নেহরুর ভূমিকা অনস্বীকার্য। তাই সকলের উচিত নেহরুকে উপযুক্ত মর্যাদা দেওয়া। একই সঙ্গে গড়করি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীরও প্রশংসা করেন। বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে ও এগিয়ে নিয়ে যেতে নেহরু ও বাজপেয়ী অনন্য ভূমিকা নিয়েছিলেন। বিরোধীদের কীভাবে শ্রদ্ধা করতে হয়, সেটা শিখিয়েছিলেন নেহরু ও বাজপেয়ী। নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় তরুণ রাজনীতিবিদ অটলজিকে তিনি সবসময়ই তাঁর প্রাপ্য সম্মান দিয়েছেন। তাই আমাদের সকলের উচিত গণতন্ত্রকে রক্ষা করা। সরকার বা বিরোধী যে পক্ষেই থাকুক না কেন, প্রত্যেকের উচিত নিজেদের আত্মদর্শন সম্পর্কে সচেতন থাকা। মানুষের মূল্যবোধের প্রতি সম্মান দেওয়া।
আরও পড়ুন- জোট শক্ত করতে কোর কমিটির সংবিধান হোক চান মমতা বন্দ্যোপাধ্যায়
কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা নেহরুকে সম্মান জানিয়ে মোদি-শাহর কংগ্রেস বিদ্বেষকে কার্যত নস্যাৎ করলেন গড়করি।