জয়াপ্রদার কারাদণ্ড

কিন্তু থিয়েটারের কর্মীরা জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন।

Must read

প্রতিবেদন : জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়াপ্রদার ৬ মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা! শুক্রবার এই নির্দেশ দিয়েছে চেন্নাই আদালত। বেশ কয়েক বছরের পুরনো একটি ঘটনায় অভিনেত্রী জয়াপ্রদার সঙ্গে তাঁর দুই বিজনেস পার্টনার রামকুমার এবং রাজাবাবুকেও দোষী সাব্যস্ত করেছে চেন্নাই আদালত। সূত্রের খবর, জয়াপ্রদা এবং তাঁর দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান করার পর কয়েক বছর আগে জয়াপ্রদা ও তাঁর পার্টনাররা চেন্নাইয়ের ওই সিনেমা হলটিকে বন্ধ করে দেন।

আরও পড়ুন-কৃত্তিবাসী শরৎকুমার

কিন্তু থিয়েটারের কর্মীরা জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি থিয়েটার কমপ্লেক্সের কর্মীদের ইএসআই-এর টাকা দেননি। সেই মামলাতেই বিচারপতি শুক্রবার ওই সিনেমা হলের মালিক হিসেবে জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে ছয় মাসের জেল ও জরিমানার এই রায় দিয়েছে।

Latest article