সংবাদদাতা, ঝাড়গ্রাম : টানা তিনদিন কুর্মিদের বিভিন্ন সংগঠনের অবরোধে এখনও বিপর্যস্ত জনজীবন। মুম্বই রোডে বন্ধ যান চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর সেকশনে কোনও ট্রেনই চলছে না তিন দিন ধরে। ৭২টি ট্রেন বাতিল। চলছে না মালগাড়িও। পুজোর মুখে জেলার ব্যবসাবাণিজ্য থেকে অফিসযাত্রী, নিত্যযাত্রীরা দুর্ভোগে।
আরও পড়ুন-অষ্টমীতে পূজিত হন রক্ষাকালী
সারি সারি পণ্যবাহী লরি নিশ্চল হয়ে থাকায় নষ্ট হওয়ার মুখে বহু সামগ্রী। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির পর কুর্মি আন্দোলন ছড়িয়ে পড়ে ঝাড়গ্রামে। লোধাশুলিতে নতুন করে ৬ নম্বর জাতীয় সড়ক ও শহরে ঢোকার রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। কুর্মিদের এসটি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের কোড-সহ সরকারি স্বীকৃতির দাবিতে মঙ্গলবার থেকে চলছে কুর্মিদের বিক্ষোভ কর্মসূচি। লোধাশুলির সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। নেতাদের বক্তব্য, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।