বিপর্যস্ত ঝাড়গ্রাম

লোধাশুলির সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। নেতাদের বক্তব্য, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : টানা তিনদিন কুর্মিদের বিভিন্ন সংগঠনের অবরোধে এখনও বিপর্যস্ত জনজীবন। মুম্বই রোডে বন্ধ যান চলাচল। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর সেকশনে কোনও ট্রেনই চলছে না তিন দিন ধরে। ৭২টি ট্রেন বাতিল। চলছে না মালগাড়িও। পুজোর মুখে জেলার ব্যবসাবাণিজ্য থেকে অফিসযাত্রী, নিত্যযাত্রীরা দুর্ভোগে।

আরও পড়ুন-অষ্টমীতে পূজিত হন রক্ষাকালী

সারি সারি পণ্যবাহী লরি নিশ্চল হয়ে থাকায় নষ্ট হওয়ার মুখে বহু সামগ্রী। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির পর কুর্মি আন্দোলন ছড়িয়ে পড়ে ঝাড়গ্রামে। লোধাশুলিতে নতুন করে ৬ নম্বর জাতীয় সড়ক ও শহরে ঢোকার রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। কুর্মিদের এসটি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের কোড-সহ সরকারি স্বীকৃতির দাবিতে মঙ্গলবার থেকে চলছে কুর্মিদের বিক্ষোভ কর্মসূচি। লোধাশুলির সঙ্গে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন হাজার হাজার মানুষ। নেতাদের বক্তব্য, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।

Latest article