হিন্দুস্তান উর্বরক-এ এগজিকিউটিভ নিয়োগ

Must read

হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রসায়ন লিমিটেডে (Hindustan Urvarak & Rasayan Limited) ৩৯০ জন জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট এবং কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: NE/1/2022.

বয়সসীমা: জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। সবক্ষেত্রেই ৩১ মার্চ ২০২২ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (অ্যামোনিয়া/ ইউরিয়া/ ইউরিয়া প্রোডাক্ট হ্যান্ডলিং), ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে বিএসসি (কেমিস্ট্রি) পাশ অথবা ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।

আরও পড়ুন: কৃষকঘাতী মোদি সরকার আর নেই দরকার

ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল): ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্সে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইনস্ট্রুমেন্টেশন): ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা।
জুনিয়র স্টোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট (স্টোর): ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের বিএ/ বিএসসি/ বিকম।

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট (এনভায়রনমেন্ট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল): ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে কেমিস্ট্রিতে পূর্ণ সময়ের বিএসসি।
জুনিয়র কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট (কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ইনস্পেকশন): ন্যূনতম ৪০ শতাশ নম্বর নিয়ে ফিজিক্স/ কেমিস্ট্রি/ ম্যাথমেটিক্সে পূর্ণ সময়ের বিএসসি। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০২২ তারিখের হিসেবে। অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের পদ্ধতি: https://hurl.net.in (Hindustan Urvarak & Rasayan Limited) ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২২ তারিক পর্যন্ত। পরীক্ষা হবে ৫ জুন ২০২২ তারিখে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

Latest article