জবি-নরহরিকে নিল কিবুর দল, আই লিগের তৃতীয় ডিভিশন

কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে আরও দুটো ম্যাচ বাকি ডায়মন্ড হারবারের। কিন্তু আইএফএ এখনও সূচিই ঠিক করতে পারেনি।

Must read

প্রতিবেদন : আই লিগের তৃতীয় ডিভিশন ও ফেডারেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে খেলার জন্য নতুন ফুটবলারদের সই করাল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। কলকাতা ময়দানে বড় ক্লাব খেলা কেরলের স্ট্রাইকার জবি জাস্টিন-সহ জনা দশেক ফুটবলারকে দলে নিয়েছে ডায়মন্ড হারবার। যাঁদের মধ্যে অন্যতম সন্তোষ ট্রফি, জাতীয় গেমসে খেলা বাঙালি স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা, পিন্টু মহাতো।

আরও পড়ুন-রোহিতদের দ্বিতীয় ম্যাচও বাতিল বৃষ্টিতে, চেন্নাইয়ে অত্যাধুনিক সুপার-সপার

এছাড়াও মিজোরামের স্ট্রাইকার কার্লোস, কাস্টমসের স্টপার বিশ্বজিৎ হেমব্রম, কালীঘাট এমএস-এর গোলরক্ষক অভিজিৎ সর্দার, তরুণ উইঙ্গার আরিয়ানকেও দলে নিয়েছে কিবু ভিকুনার দল। আই লিগের জন্য বেশ কয়েকজন ফুটবলারকে ট্রায়ালেও দেখছেন কিবু।
কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে আরও দুটো ম্যাচ বাকি ডায়মন্ড হারবারের। কিন্তু আইএফএ এখনও সূচিই ঠিক করতে পারেনি। কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়ে যাওয়ায় লিগ নিয়ে আর আগ্রহ নেই কারও। ডায়মন্ড হারবারও কলকাতা লিগে তাদের শেষ দুই ম্যাচের অপেক্ষায় বসে না থেকে আই লিগের তৃতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতি সারছে।

আরও পড়ুন-যোগীরাজ্যে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

নতুন ফুটবলারদের মধ্যে নরহরি, আরিয়ান, কার্লোস, অভিজিৎ ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন। জবি অনুশীলনে যোগ দিচ্ছেন সম্ভবত আজ বুধবার। বাকিরাও দিন কয়েকের মধ্যে অভিষেকের ক্লাবের জার্সিতে আই লিগের প্রস্তুতি শুরু করে দেবেন। ২৭ অক্টোবর থেকে তৃতীয় ডিভিশন লিগ শুরু হওয়ার কথা থাকলেও সম্ভবত তা পিছোচ্ছে। কোচ কিবু বলেছেন, ‘‘কলকাতা লিগে শেষ দুটি ম্যাচ আমরা কবে খেলব জানি না। আই লিগের তৃতীয় ডিভিশন খেলার লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। আমরা যথেষ্ট তৈরি হয়ে নতুন লিগে নামতে চাই।’’

Latest article