হুলস্থুলু কাণ্ড আমেরিকায়। কারণ অনুমতি ছাড়াই হঠাৎই একটি বিমান উড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) বাড়ির ওপর দিয়ে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবর দিয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে, এই আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও ফার্স্টলেডি জিল বাইডেনকে (Jill Biden) নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির ওপর দিয়ে একটি ছোট প্রাইভেট বিমান উড়ে যায়। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিরাপদ আছেন এবং সেখানে কোনও হামলা হয়নি। বাইডেন এবং জিল পরে তাঁদের বাসভবনে ফিরে এসেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, পাইলট ভুল করে নো ফ্লাইং জোনে ঢুকে পড়েছিলেন।
আরও পড়ুন: কিমের মিসাইল