বাংলাদেশে ভয়াবহ আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫০

Must read

প্রতিবেদন : বাংলাদেশের (Bangladesh Fire) চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোর (Chattogram Sitakundu Container Depot) আগুন রবিবার সন্ধ্যা পর্যন্তও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল ও সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়েও এখনও তারা আগুনের মূল উৎসের কাছে পৌঁছতেই পারেনি। উদ্ধার হয়ে চলেছে ঝলসে যাওয়া একটার পর দেহ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আগুনের বলি হয়েছেন ৫০ জন। আহত পাঁচশোর কাছাকাছি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই প্রশাসনের আশঙ্কা। শনিবার রাতে বন্দর লাগোয়া বিএম কন্টেনারের (Bangladesh Fire) ডিপোয় আচমকা আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশে থাকা কন্টেনারে। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনওভাবে আগুন হাইড্রোজেন পারক্সাইড (Hydrogen Peroxide) বোঝাই একটি কন্টেনারে এসে পড়েছিল। মুহূর্তে ভয়াবহ রূপ নেয় আগুন। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে এলাকা। ডিপোয় ২৪ ঘণ্টাই কন্টেনার ওঠানো-নামানোর কাজ চলে। ফলে শনিবার রাতেও কর্মচঞ্চল ছিল বঙ্গোপসাগরের তীরবর্তী বন্দর সংলগ্ন ওই ডিপো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাত এতই প্রবল ছিল যে, প্রাণ বাঁচানোর সুযোগটুকু পাননি কর্মীরা। আগুনের গ্রাসে ঝলসে যেতে থাকেন একের পর এক কর্মী ও আধিকারিক। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, রবিবার বিকেল পর্যন্ত ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের। শনিবার রাতেই মেডিক্যাল কলেজের বার্ন ওয়ার্ডে আসতে থাকে অগ্নিদগ্ধ একের পর এক মানুষ। প্রবল জ্বালায় সকলেই চিৎকার করছেন। চোখের সামনেই বেশ কয়েকটি ঝলসানো দেহ পড়ে রয়েছে।

আরও পড়ুন: ট্রেক করে ভোটকেন্দ্রে মুখ্য নির্বাচন কমিশনার

Latest article