WBBJE: শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

ক্যাটাগরি ওয়ানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর করে কেটে নেওয়া হবে

Must read

প্রকাশ হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের (WBBJEE) ফলাফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়ে জানিয়েছেন, শুক্রবার ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। উচ্চশিক্ষা কোন দিকে এগোবে সেটাই নির্ধারন করে এই পরীক্ষা। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৯৮ হাজার পরীক্ষার্থী। ঘরে বসেই জানা যাবে, সেই ফলাফল। wbjeeb.nic.in ও wbresults.nic.in- এই দুই ওয়েবসাইট থেকেই জানা যাবে ফলাফল।

আরও পড়ুন-কেমন কাটবে জামাইষষ্ঠীর বিকেল?

ক্যাটাগরি ওয়ানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর করে কেটে নেওয়া হবে। আর ক্যাটাগরি ২-তে প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর করে দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর করে কেটে নেওয়া হবে। ক্যাটাগরি ৩-এ কোনও নেগেটিভ মার্কিং নেই।

Latest article