নতুন মুখ্যমন্ত্রী পদগ্রহণ করতেই ত্রিপুরাতে ফের সাংবাদিক গ্রেফতার

একদিকে প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে পায়ের তলায় পিষে দেওয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে।

Must read

একদিকে প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলেন অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে পায়ের তলায় পিষে দেওয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে ভাষণ দিলেও বিজেপি গণতন্ত্রে কতটা বিশ্বাসী তার প্রমাণ পাওয়া যায় বার বার ত্রিপুরাতেই। জানা যায় ত্রিপুরা পুলিশ ফের এক সাংবাদিককে গ্রেফতার করে। শুধু তাই নয় চলে শারীরিক হেনস্থা। এই ঘটনা ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় ওঠে। কী কারণে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কি অভিযোগ পুলিশের তরফ থেকে কিছু বলা হয়নি। কোথায় আটকে রাখা হয়েছে সেই নিয়েই মুখ খোলেনি পুলিশ।

আরও পড়ুন-আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ তৈরির নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সামলালেন জলের সমস্যাও

ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহ নতুন ঘটনা নয়। এর আগেও বার বার এই ঘটনা হয়েছে আর বিরোধীরা সরব হয়েছে। মুখ্যমন্ত্রী পরিবর্তনের ঘটনার রেশ কাটার আগেই সাংবাদিক হেনস্থার ঘটনার জেরে নেট দুনিয়ার নিন্দার সম্মুখীন ত্রিপুরা সরকার। এই নিয়ে টুইট করে প্রতিবাদ করেছে ত্রিপুরার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইট বার্তায় লেখা হয়েছে ‘এখনও অন্য একটি প্রচেষ্টা @বিজেপি4ত্রিপুরা গণতন্ত্রকে গলা টিপে মারার জন্য! সাংবাদিক গ্রেফতার, মারধর। নতুন মুখ্যমন্ত্রী নিজেকে প্রমাণের আপ্রাণ চেষ্টা করছেন?
নরেন্দ্রমোদি আপনিই কি নতুন মুখ্যমন্ত্রীকে এই নির্দেশ দিয়েছেন? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে হামলা?’

 

আরও পড়ুন-কেন্দ্রের বকেয়া থেকে পেট্রোপণ্যের অগ্নিমূল্য নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দোপাধ্যায়

এদিন এই নিয়ে টুইট করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। লেখা হয়েছে, ‘কেন @নরেন্দ্রমোদি জি প্রেসকে ভয় পান? কেন প্রতি সাংবাদিক @BJP4ইন্ডিয়া শাসিত রাষ্ট্রে টার্গেটেড, লাঞ্ছিত বা নীরব থাকতে বাধ্য ?গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বারবার আক্রমণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার লজ্জা!’

Latest article