রবিবার, সারাদিন দফতরের সব কাজের খুঁটিনাটি দেখেছেন। দৈনিকের তিনটি পাতা সাজিয়েছেন নিখুঁতভাবে। তখন সহকর্মীরা কেউই বুঝতে পারেননি আর কিছুক্ষণের মধ্যেই চিরবিদায় জানাতে হবে সাংবাদিক সৌরভ ঘোষকে। রবিবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘জাগো বাংলা’-র তরুণ সাংবাদিক সৌরভ ঘোষ। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।
রবিবার রাত ন’টা নাগাদ পত্রিকার দফতরে কাজ করার সময়ই হঠাৎই অসুস্থ বোধ করেন সৌরভ। তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাবা, মা, স্ত্রী ও এক নাবালক পুত্রকে রেখে গিয়েছেন তিনি। সোমবার ভোরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরভ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তবে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ ছিল। সহকারি পরিচালক হিসেবে দু’একটি ছবিতে কাজ করেন। কয়েকটি শর্ট ফিল্ম ও অ্যাড ফিল্মও পরিচালনা করেন তিনি। ২০১৯-এ কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ সৌরভ ঘোষ পরিচালিত ‘খেলাঘর’ ছবিটি প্রদর্শিত হয়। সমালোচকদের প্রশংসাও কুড়োয় ছবিটি। ছবি পরিচালনার পাশাপাশি তিনি সাংবাদিকতার কাজ করেন। সেখানেও অল্পদিনে দক্ষতার পরিচয় দেন। তাঁর মৃত্যুতে ‘জাগো বাংলা’-র দফতর শোকস্তব্ধ। সৌরভের অকালমৃত্যু মানতে পারছেন না সহকর্মীরা কেউই।