এতবড় বিপর্যয়ে মাত্র দু’ঘণ্টার চিন্তন

Must read

প্রতিবেদন : দু’ঘণ্টার চিন্তনে আর যাই হোক চিন্তার উন্মেষ ঘটে না। চিন্তনের অন্তত দু’দিন সময় লাগবে। এভাবেই বিজেপির চিন্তন শিবিরকে কটাক্ষ করলেন বিদ্রোহী নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder)। বিজেপির রাজ্য সভাপতির স্লোগানকে প্লাটা আক্রমণ করেছেন তিনি। জয়প্রকাশ (Joyprakash Majumder) বলেন, ওঁর স্লোগানে তৃণমূল আছে। রয়েছে সিপিএমও। নেই শুধু বিজেপি। এর থেকেই বোঝা যায় চিন্তন বৈঠক আসলে কী। দু’ঘণ্টার মধ্যে এতবড় বিপর্যয়ের পর্যালোচনা হয়ে গেল? জানি না কোন মন্ত্রে এইসব পর্যালোচনা বৈঠক হচ্ছে। কারা করছেন? কীভাবে করছেন? দলের কর্মীরা কোনওভাবেই এইসবে ভুলতে নারাজ। নবনিযুক্ত সভাপতি জেলার নেতাদের তো চেনেনও না। ভোটের আগে তো কােথাও যানওনি। শুধু কলকাতায় বসে বিবৃতি দিয়েছেন। জয়প্রকাশ মজুমদারের বক্তব্য থেকে পরিষ্কার, বিজেপি সেই বিজেপিতেই আছে। দলের গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রকাশ্যে তা এই বিদ্রোহী নেতার বিবৃতি থেকে স্পষ্ট হয়ে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর গড় হারিয়ে এখন বিজেপির কর্মী থেকে নেতাদের কী উত্তর দেবেন? বাংলার বিজেপি কর্মীরা তাই শুনতে চাইছেন।

Latest article