প্রতিবেদন : কলকাতা লিগে যখন ক্লাবের জুনিয়র ব্রিগেড খেলছে, তখন মোহনবাগানের সিনিয়র দল এএফসি কাপ ও আইএসএল-কে সামনে রেখে প্রাক্-মরশুম প্রস্তুতি শিবির শুরু করে দিচ্ছে শনিবার থেকে। ক্লাবের নামও বদলে গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট নামে নতুন মরশুমে নতুন শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন-রোহিতদের পাশে খেলে ধন্য যশস্বী
ইতিমধ্যেই শহরে চলে এসেছেন আশিস রাই, লিস্টন কোলাসো-সহ বেশ কয়েকজন ভারতীয় ফুটবলার। শনিবার কলকাতায় আসার বিমান ধরার কথা অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিন্সের। দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোসরাও রবিবারের মধ্যে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। ইউরো খেলা আলবেনিয়ান ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুকেও দ্রুত শহরে উড়িয়ে আনার চেষ্টা চলছে। কোচ জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে প্রথম তিন দিন ক্লোজড ডোরে প্রস্তুতি চলবে। তবে বল পায়ে এখনই অনুশীলন শুরু করছেন না ফুটবলাররা। আপাতত জিম ও ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি মেডিক্যাল টেস্ট হবে।
গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন দলটির কোর গ্রুপ ধরে রাখার পাশাপাশি আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপার মতো জাতীয় দলের কয়েকজন ফুটবলার এবং কামিন্স, সাদিকুর মতো তারকাদের সই করিয়েছে মোহনবাগান। ১৬ অগাস্ট যুবভারতীতে এএফসি কাপে প্রাথমিক পর্বের ম্যাচ রয়েছে ফেরান্দো ব্রিগেডের। আইএসএলের আগে আপাতত এএফসি কাপেই মনোনিবেশ করছে দল।