‘আজ একুশে জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে’ ইডি-সিবিআইয়ের সক্রিয়তা নিয়ে সন্দেহ মুখ্যমন্ত্রীর

আজ মঞ্চ থেকে ২০২২ সালের একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের পরেরদিন ইডির (ED) তৎপরতা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ মঞ্চ থেকে ২০২২ সালের একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের পরেরদিন ইডির (ED) তৎপরতা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতভর তল্লাশি অভিযানের পর অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হন।

আরও পড়ুন-মঙ্গলাহাটে আগুন লাগার ঘটনায় CID তদন্তের নির্দেশ, ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

ইডি-সিবিআই-এর মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহারের অভিযোগ আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। আজ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় সরকারের ইডি-সিবিআইকে অপব্যবহারের অভিযোগ তুলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ একুশে জুলাই হয়ে গেল। কাল-পরশু থেকে আবার শুরু হয়ে যাবে।’

আরও পড়ুন-দেশের বিভিন্ন প্রান্তে ‘পদ্মফুল’ শুকোতে শুরু করেছে, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বললেন সুদীপ

আজ শহিদ সমাবেশের মঞ্চে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার তৎপরতা নিয়ে বললেন, ‘আমরা জানি। আমরা জেনেশুনেই লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে হয় আমাকে জেলে পুরবে, নাহলে আপনাকে জেলে পুরবে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসকে বা ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই।’

আরও পড়ুন-মণিপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তোপ দেগে বললেন, বেটি বাঁচাও স্লোগান কোথায়?

উল্লেখ্য, শুধু বাংলাতেই নয়, বাইরের রাজ্যগুলিতেও বিজেপি বিরোধী শক্তিগুলিকে দমন করতে ইডি-সিবিআইয়ের মতো এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে, সেই অভিযোগ এর আগে অনেকবার করেছে তৃণমূল কংগ্রেস।

Latest article