নয়াদিল্লি : ভারতীয় বিচারব্যবস্থায় এখনও প্রচলিত রয়েছে সামন্ততান্ত্রিক মানসিকতা। এই মন্তব্য খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। এনিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। বলেন, বিচারব্যবস্থাকে আরও আধুনিক এবং বাস্তবমুখী পদ্ধতির দিকে যেতে হবে। এটাই অবধারিত। প্রযুক্তি এই পরিবর্তনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। বিচারপতি চন্দ্রচূড় গুজরাত হাইকোর্ট আয়োজিত মধ্যস্থতা ও তথ্য প্রযুক্তি বিষয়ক জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন। তাঁর কথায়, আমরা সকলেই জানি যে ভারতীয় বিচারব্যবস্থা আজও মূলত সামন্ততান্ত্রিক। এই সামন্ততান্ত্রিক অনুশীলনগুলি আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্পষ্ট হয় যা আমরা জেলা বিচার বিভাগের বিচারকদের মধ্যে অনুশীলন করি। উদাহরণ দিয়ে বিচারপতি চন্দ্রচূড় বলেন, জেলা বিচার বিভাগের বিচারকদের জেলার সীমানায় অপেক্ষা করতে হয় যখন উচ্চ আদালতের বিচারপতি জেলা পরিদর্শনে আসেন । জেলা বিচার বিভাগের বিচারকদের হাইকোর্ট বা উচ্চ আদালতের বিচারপতিদের সঙ্গে কথা বলার সময় বসতে দেওয়া হয় না। এসবই হল জেলা বিচার বিভাগের প্রতি সামন্ততান্ত্রিক মানসিকতার প্রতীক।
আরও পড়ুন-৭২ বছরের গরমের রেকর্ড ভাঙল দিল্লি!
শীর্ষ আদালতের বিচারপতি চন্দ্রচড়ের কথায়, আমাদের সামন্ততান্ত্রিক থেকে আরও আধুনিক এবং ভবিষ্যতমুখী ভারতীয় বিচারব্যবস্থায় যেতে হবে এবং নিজেদের মানসিকতা পরিবর্তন হলেই সেই পরিবর্তন ঘটতে পারে। আমি বিশ্বাস করি প্রযুক্তির ব্যবহার আমাদের ভারতীয় বিচারব্যবস্থার মধ্যে সামন্ততান্ত্রিক প্রথা পরিবর্তনের একটি অত্যন্ত শক্তিশালী উপাদান হতে পারে।