প্রতিবেদন : দিল্লির দাঙ্গা নিয়ে অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের কড়া সমালোচনা করলেন বিচারক বিনোদ যাদব। মামলার শুনানিতে বৃহস্পতিবার দায়রা বিচারক বলেন, দেশভাগের পর ২০২০ সালেই দিল্লিতে সবচেয়ে বড় দাঙ্গা হয়েছে। কিন্তু সেই দাঙ্গার যথাযথ তদন্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং প্রকৃত ঘটনা আড়াল করতে পুলিশ আদালতের চোখে ধুলো দিতে চাইছে।
আরও পড়ুন : বোকা বানাতে চাইছে, দিল্লি পুলিশকে ধুয়ে দিলেন বিচারক
পুলিশের এ ধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। এখানেই শেষ নয়, বিচারক যাদব আরও বলেন, দিল্লির দাঙ্গার তদন্তের অজুহাতে পুলিশ করদাতাদের দেওয়া বিপুল অর্থ অকারণে খরচ করেছে। কিন্তু এত কিছু করেও তারা কাজের কাজটা করতে পারেনি। আসলে তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আইন ও আদালতকে বোকা বানানো। দাঙ্গার ঘটনায় কোনও সাক্ষী বা প্রকৃত অপরাধীকে খুঁজে বার করার কোনও চেষ্টাই তারা করেনি৷ এ থেকেই বোঝা যায়, পুলিশ নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নয়৷