‘ত্রিপুরার মানুষ নকল নয়, আসল নেবেন’ টুইট কুণাল ঘোষের

Must read

পিকের টোটকা প্রয়োগ করে হাতেনাতে ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস। ‘দিদিকে বলো’তে সরাসরি নীচুতলার কথা মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় পৌঁছে যাবে, হাতেনাতে সব সমস্যার সমাধান। এই বিষয়টা মানুষের মন কাড়বে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আরও পড়ুন- বোকা বানাতে চাইছে, দিল্লি পুলিশকে ধুয়ে দিলেন বিচারক

এবার সেই ‘দিদিকে বলো’ই যেন ঘুরপথে ত্রিপুরায় বিজেপি শাসিত সরকারে এক বিশেষ হাতিয়ার হয়ে উঠছে। এখানেই প্রশ্ন উঠছে তবে কী দিদিকে বলো নজর কেড়েছে ত্রিপুরা সরকারের? দিদিকে বলোকে নকল করতে চাইছে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার। এদিন এই নিয়ে টুইট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন

আরও পড়ুন- তুষারশৃঙ্গে বিরল বৃষ্টি, জমল ৭০০ কোটি টন জল

“ত্রিপুরায় ‘দিদিকে বলো’ মডেলের অক্ষম অনুসরণের চেষ্টা বিজেপির মুখ্যমন্ত্রীর।

ত্রিপুরার মানুষ নকল নয়, আসল নেবেন।
দুনম্বর নয়, এক নম্বর নেবেন।

শুধু দেড় বছরের অপেক্ষা।

আর ফোন নম্বর দিলেই হল?
ফোনটা ধরে কাজ করতে জানতে হবে তো!

তৃণমূল সরকারের নেতৃত্বেই আসল কাজকর্ম হবে।”

 

Latest article