প্রতিবেদন : গৌরীপুর জুটমিলের পর রিষড়ার ওয়েলিংটন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শ্রম দফতরের উদ্যোগে খুলছে আরও এক চটকল। আগামী ৫ মার্চ মঙ্গলবার থেকেই চালু হবে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। কাজে ফিরবেন শ্রমিকরা। বুধবার মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন-নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে মডেল বাংলা
চারটি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন, রাজ্যের সহকারী শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, মনোজ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, ২০১৭ সালে বন্ধ হয়ে যায় চটকলটি। মাঝে একবার উৎপাদন চালুর সিদ্ধান্ত হলেও কার্যকর করা হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শ্রম দফতরের উদ্যোগে দু’বছর তিন মাস পর খুলতে চলেছে জুটমিল। ১৬৮৩ শ্রমিক পর্যায়ক্রমে পুনরায় কাজে যোগদান করতে পারবে এই চুক্তির মাধ্যমে। মন্ত্রী মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে, শ্রম দফতরের প্রচেষ্টায় চটকলটি খুলছে। ফের হাসি ফুটবে শ্রমিকদের মুখে।