ব্রিগেডের প্রস্তুতি দক্ষিণ কলকাতা তৃণমূলের

জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার বৈঠকে বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জেলা দক্ষিণ কলকাতাকে অর্ধেক ব্রিগেড ভরিয়ে দিতে হবে।

Must read

প্রতিবেদন : বুধবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে তেরাপন্থ ভবনে হল ব্রিগেডের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন রাজ‌্য তৃণমূল সভাপতি সাংসদ সুব্রত বক্সি, মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, সাংসদ মালা রায়, মণীশ গুপ্ত, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ‌্যায়, সন্দীপরঞ্জন বক্সি, জেলা তৃণমূল যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ‌্যায়, মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি চট্টোপাধ‌্যায়, আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ বন্দ্যোপাধ‌্যায় প্রমুখ।

আরও পড়ুন-উদ্যোগী রাজ্য খুলছে ওয়েলিংটন জুটমিল

জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার বৈঠকে বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জেলা দক্ষিণ কলকাতাকে অর্ধেক ব্রিগেড ভরিয়ে দিতে হবে। সবার আগে মাঠে পৌঁছে সামনে জায়গা নিতে হবে। হাজরা থেকে মিছিল করে ময়দানে পৌঁছতে হবে। যেহেতু এবার সকাল ১১টায় ব্রিগেডে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব, তাই দক্ষিণ ও উত্তর কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়া জেলাকে গতবারের তুলনায় বেশি সংখ‌্যায় কর্মী-সমর্থকদের নিয়ে ব্রিগেডে আসতে হবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১৪৪টি ওয়ার্ড থেকেই যাতে রেকর্ড সংখ‌্যায় কর্মী-সমর্থক জননেত্রীর জনসভায় উপস্থিত থাকেন, তার জন‌্য শহরজুড়ে প্রচারে নামছি আমরা।

Latest article