বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে কেন্দ্র, অভিযোগ জ্যোতিপ্রিয়র

Must read

প্রতিবেদন : বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের পরিচালনায় বর্ধমান টাউনের কল্পতরু মাঠে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক রাইস প্রো-টেক এক্সপো মেলার শেষদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বলে উল্লেখ করেন রাজ্য সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (TMC MLA Jyotipriya Mallick)। তিনি (TMC MLA Jyotipriya Mallick) বলেন, যেভাবে বাংলার কৃষকের স্বার্থে জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন তা দেশের আর কোথাও নেই। বাংলার ধান দেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার, পূর্ব বর্ধমানের সভাধিপতি শম্পা ধাড়া, বিধায়ক খোকন দাস, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সুরিন্দর গুপ্তা, আব্দুল মালেক, বাকিবুল সহ অন্যরা।

আরও পড়ুন-নোটবন্দি আর জিএসটি দেশের যত ক্ষতি করেছে, তত ক্ষতি করতে পারেনি চিনও

Latest article