মিতা নন্দী, ঝাড়গ্রাম : ‘‘সবাইকে নিয়ে কাজ করব’’— ঝাড়গ্রাম পুরসভার প্রধানের দায়িত্ব নিয়ে এই মন্তব্য করেন কবিতা ঘোষ। তিনি ৮ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত। কবিতা ও অন্য বিজয়ী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক বাবুলাল মাহাতো। পুরসভার সামনে অস্থায়ী মণ্ডপ করা হয়েছিল। পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১৬টিতে। একটি পেয়েছে নির্দল ও অপরটি পেয়েছে সিপিআই। ১৮ জনই এদিন শপথ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক তথা বন ও ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। ১৮ কাউন্সিলরের সর্বসম্মতিতে প্রধান নির্বাচিত হলেন কবিতা ঘোষ এবং উপপ্রধান সুখী সরেন।
আরও পড়ুন-উলুবেড়িয়ায় ফের পুরপ্রধান অভয় দাস
কবিতা ঘোষ জানান, তিন বছর কোনও পুরবোর্ড ছিল না। তাই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাইকে নিয়ে কাজ করব। শহর পরিচ্ছন্ন রেখে সবুজায়নে জোর দেওয়া হবে। নাগরিক পরিষেবা ঠিকভাবে দেখাই মূল লক্ষ্য। বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা পুরপ্রধান-সহ দলীয় কাউন্সিলরদের বলেন, ‘‘দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন মানুষের জন্য কাজ ভাবেন। মানুষের জন্য কাজ করেন। তাই দিদির হাত শক্ত করতে মানুষের জন্য কাজ করে যেতে হবে।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…