সবাইকে নিয়ে কাজের অঙ্গীকার কবিতার

কবিতা ঘোষ জানান, তিন বছর কোনও পুরবোর্ড ছিল না। তাই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাইকে নিয়ে কাজ করব।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : ‘‘সবাইকে নিয়ে কাজ করব’’— ঝাড়গ্রাম পুরসভার প্রধানের দায়িত্ব নিয়ে এই মন্তব্য করেন কবিতা ঘোষ। তিনি ৮ নম্বর ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত। কবিতা ও অন্য বিজয়ী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান মহকুমা শাসক বাবুলাল মাহাতো। পুরসভার সামনে অস্থায়ী মণ্ডপ করা হয়েছিল। পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১৬টিতে। একটি পেয়েছে নির্দল ও অপরটি পেয়েছে সিপিআই। ১৮ জনই এদিন শপথ নেন। উপস্থিত ছিলেন বিধায়ক তথা বন ও ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। ১৮ কাউন্সিলরের সর্বসম্মতিতে প্রধান নির্বাচিত হলেন কবিতা ঘোষ এবং উপপ্রধান সুখী সরেন।

আরও পড়ুন-উলুবেড়িয়ায় ফের পুরপ্রধান অভয় দাস

কবিতা ঘোষ জানান, তিন বছর কোনও পুরবোর্ড ছিল না। তাই সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাইকে নিয়ে কাজ করব। শহর পরিচ্ছন্ন রেখে সবুজায়নে জোর দেওয়া হবে। নাগরিক পরিষেবা ঠিকভাবে দেখাই মূল লক্ষ্য। বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা পুরপ্রধান-সহ দলীয় কাউন্সিলরদের বলেন, ‘‘দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন মানুষের জন্য কাজ ভাবেন। মানুষের জন্য কাজ করেন। তাই দিদির হাত শক্ত করতে মানুষের জন্য কাজ করে যেতে হবে।’’

Latest article