বদলে গেল জয়নগরের রং

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি যোগরঞ্জন হালদার।

Must read

সুস্মিতা মণ্ডল, ডায়মন্ড হারবার :‌দক্ষিণ ২৪ পরগনার ছ’জন প্রধান ও উপপ্রধান ও নবনির্বাচিত পুরপ্রতিনিধিরা শপথ নিলেন বৃহস্পতিবার। এই পুরসভাগুলির মধ্যে বজবজে গৌতম দাশগুপ্ত, ডায়মন্ড হারবারে প্রণব দাস ও জয়নগর-মজিলপুরে সুকুমার হালদার চেয়ারম্যান হিসেবে প্রথমবার শপথ নিয়েছেন। জয়নগরের কথা উল্লেখ করতেই হয়।

আরও পড়ুন-সবাইকে নিয়ে কাজের অঙ্গীকার কবিতার

কারণ, এই পুরসভাটি বরাবরই কংগ্রেসের দখলে ছিল। স্বাধীনতার আগে তৈরি এই পুরসভা প্রথমবার পরিবর্তন হয়েছে। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি যোগরঞ্জন হালদার। মহেশতলা পুরসভায় পুনরায় চেয়ারম্যান হয়েছেন দুলাল দাস। তিনি এই নিয়ে তৃতীয়বার। সোনারপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন পল্লবকান্তি দাস। পেশায় চিকিৎসক পল্লব এই নিয়ে দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান। বারুইপুর পুরসভায় চেয়ারম্যান হিসেবে পুনরায় শপথ নিয়েছেন শক্তি রায়চৌধুরি। এই নিয়ে তৃতীয়বার চেয়ারম্যান তিনি। আগামী দিনে স্বচ্ছ ও এলাকার উন্নয়নই লক্ষ্য বলে জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যানরা।

Latest article