প্রতিবেদন: ফের গভীর অস্বস্তিতে বিজেপি। এবারে আর আদি-নব্য লড়াই নয়। লড়াই আদি বিজেপির দুই আদিম নেতার মধ্যেই। কিছুদিন আগেই দলের রাজ্য সভাপতি উপস্থিতিতেই কর্মীদের হাতে রীতিমতো হেনস্থা হতে হয়েছিল সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটান গেরুয়া শিবিরের আর এক নেতা অনুপম হাজরা। বিতর্কের ঝাঁজ বাড়াতে আসরে আবার দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নিজের দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মুখের সঙ্গে একটি সারমের ছবি দিয়ে পোস্ট করলেন তিনি। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় ফের দলীয় নেতৃত্বের ওপর চাপালেন বিজেপি নেতা তথাগত রায়। সেই প্রসঙ্গে ফের অশালীন মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা। রাজ্যে বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রবিবার বিজেপি নেতা অনুপম হাজরা বলেছিলেন, ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি মাতামাতি হয়েছিল। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরানো নেতা-কর্মীরা। আসলে কৌশল ভুল হয়েছিল। এবার প্রকাশ্যে অনুপমের সমর্থনে এগিয়ে এসে অভিনেত্রীদের অপমান করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
আরও পড়ুন : রাজ্যে ফের চালু কনটেনমেন্ট জোন, বিশেষ সতর্কতা মহানগরীতেও
সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তথাগত লেখেন, তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরোনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি। বিজেপির কেন্দ্রীয় সচিব অনুপম হাজরা। বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য। এরপরেই তথাগত লেখেন, এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? এভাবে দলের সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে নিজেরই দলের প্রার্থীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন বিজেপি নেতা। তবে এই প্রথম নয়, চিত্রতারকাদের টিকিট দেওয়া নিয়েও এ ধরনের মন্তব্য করেছিলেন তথাগত রায়। তা নিয়ে দলের মধ্যেই সমালোচনা হয়। কিন্তু দমানো যায়নি তথাগত রায়কে। এখানেই শেষ নয়, নিজের দলের নেতার মুখের সঙ্গে একটি সারমেয়র ছবি দিয়েও পোস্ট করেছেন তিনি। মোবাইল নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞাপন, যেখানে একটি পাগ জাতীয় সারমেয় কখনোই তার প্রভুকে ছাড়ে না, সেই পাগটির ছবি পোস্ট করেন তথাগত। পাশে ছবি দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। ছবির ক্যাপশনে লেখেন ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে।