কোভিডবিধি শিকেয় তুলে পার্টিতে হুল্লোড় কৈলাসপুত্রের

Must read

প্রতিবেদন : তাঁর বাবা বিজেপির অন্যতম শীর্ষ নেতা। পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক। কথায় কথায় বাংলায় এসে তৃণমূল কংগ্রসকে নিয়মনীতি নিয়ে জ্ঞান দেন। আর তাঁর পুত্রই দিব্যি নিয়মভাঙার রেকর্ড গড়ছেন। বাবা, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর ছেলে আকাশ করোনার সমস্ত বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে সাড়ম্বরে জন্মদিনের পার্টি করলেন। ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু।

আরও পড়ুন- এবার বেসরকারি সংস্থাকে দিয়েও দমকল দফতরের অডিট, ঘোষণা সুজিত বসুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছেন মাস্ক ও ২ গজের দূরত্ব বজায় রাখার জন্য। করোনা ও গণেশ উৎসবের জন্য ইন্দোরে চলছে ১৪৪ ও ১৮৮ ধারা। নিয়ম অনুযায়ী, ১০ জনের বেশি একসঙ্গে জমায়েতে নিষেধাজ্ঞা। তবে সে-সবকে তোয়াক্কা না করেই হাজারখানেক লোক নিয়ে জন্মদিনের পার্টিতে মাতেন ইন্দোর-৩-এর বিধায়ক আকাশ। যেখানে দূরত্ববিধি তো দূরের কথা, ন্যূনতম মাস্কটুকুও পরেনি কেউ। তবে বিজেপি-শাসিত রাজ্যে এমন গর্হিত অপরাধের পরও মহামারী আইনে কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন- কোটি টাকার মালকিন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী

পাশাপাশি নিজের এমন কর্মকাণ্ডে বিন্দুমাত্র কুণ্ঠাপ্রকাশ না করেই সংবাদমাধ্যমকে আকাশ জানান, এত মানুষ যে তাঁকে ভালবেসে জড়ো হয়েছেন, পুজো দিচ্ছেন, তাতে তিনি উল্লসিত। উল্লেখ্য, বিতর্কিত আকাশের বেআইনি কর্মকাণ্ড অবশ্য এই প্রথমবার নয়, এর আগে এক পুর আধিকারিককে ব্যাট দিয়ে পিটিয়ে জেলে গিয়েছিলেন আকাশ

Latest article