মহিলাদের পোশাক নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তিনি বেলন, মেয়েরা খারাপ পোশাক পরলে, তাঁদের নাকি রামায়ণের সুর্পণখার মত দেখতে লাগে। বিজেপির সাধারণ সম্পাদক বলেন তিনি যখন কোনও যুবককে নেশাগ্রস্থ অবস্থায় দেখেন, তখন তাদের থাপ্পড় মারতে ইচ্ছে হয়। বৃহস্পতিবার হনুমান ও মহাবীর জয়ন্তী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এমনই এক উক্তি করে বসলেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানান, রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় অনেক শিক্ষিত যুবক, এমনকি শিশুদেরও মাদকাসিক্ত অবস্থায় দেখতে পান তিনি। কৈলাশ বিজয়বর্গী স্পষ্ট বলেন বলেন, “এদের দেখলে আমার মনে হয়, গাড়ি থেকে নেমে গিয়ে থাপ্পড় মেরে আসি।”
ভিডিওতে শোনা যাচ্ছে তিনি বলছেন, “আমরা নারীদের মধ্যে দেবী দেখি। কিন্তু মেয়েরা যে ধরণের খারাপ পোশাক পরে ঘুরে বেড়ায়, তাতে তাঁদের দেবী নয়, শূর্পণখার মত দেখতে লাগে।” এরপর তিনি বলেন, “ভগবান তোমাদের সুন্দর করে বানিয়েছেন এবং সুন্দর শরীর দিয়েছেন… তাই বন্ধুরা, ভালো পোশাক পরো”
আরও পড়ুন-প্রাইভেট টিউশন বন্ধে সচেতনতার প্রচার শুরু
ঠিক এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এই বক্তব্যের বিরোধিতা করেছে তৃণমূল। টুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে। মেয়েরা তাঁদের ইচ্ছে মত কী জামা পরবে, তার জন্য তাঁদের দৈত্যর সঙ্গে তুলনা করছে বিজেপির নেতারা।
এই মর্মে জহর সরকার জানান, ‘প্রকাশ্যে যৌনতাবাদী এই মন্তব্য দলের নিচু মানসিকতার পরিচয় দেয়। শুধু তাকে দেখে বিচার করুন আপনি নিরাপদ কিনা!’
এই বিষয় নিয়ে সুস্মিতা দেব বলেন, ‘বিজেপির ডিএনএ বারবার ওদের নোংরা ভাষার মাধ্যমে প্রকাশ্যে আসে।যিনি এভাবে শ্লীলতাহানির জন্য নোংরা পোশাকের সংজ্ঞা দেন তিনি নির্লজ্জ এবং ঘটনা লজ্জাজনক| কৈলাশ বিজয়বর্গীয়: নোংরা পোশাক পরা মেয়েদের সাথে শূর্পণখার সঙ্গে তুলনা করেছেন বিজেপির সিনিয়র নেতা’
ডেরেক ও ব্রায়ান বলেন, ‘বিজেপির প্রতিষ্ঠা দিবসে, আমি এই লেখাটি লিখেছিলাম #CallingAttention for
@ndtv। বিজেপিকে আয়নায় নিজেকে কঠোরভাবে দেখতে বলে। লিঙ্ক: https://bit.ly/407bVhL
কয়েকদিনের মধ্যেই লজ্জার তালিকায় যুক্ত হল আরও একজন।’
তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই মর্মে বলেন,’ Sexist & Misogynist বলে বিজেপি নেতারা চিৎকার করে যায়। ন্যাশনাল জেনারেল সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় একটি চমকপ্রদ মন্তব্য করেছেন যে “নোংরা পোশাকে” মহিলারা শূর্পনাখার মতো দেখতে, একটি দানব। অমৃতকালে নারী তুমি নারায়ণীর প্রতিশ্রুতি কল্পনার উড়ান থেকে যায়!’
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…