সংবাদদাতা, বারাসত : জোরকদমে চলছে আসন্ন লোকসভা ভোটের প্রচার। চুটিয়ে প্রচার সারছেন প্রার্থীরা। সেই প্রচারের ময়দানেই এবার অভিনব ডিজিটাল প্রচার শুরু করলেন বারাসত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার বিকেলে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয় থেকে এই প্রচার শুরু করেন তৃণমূলের তিনবারের সাংসদ। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহাজী, পুরপ্রধান অশনি মুখােপাধ্যায়, নিমাই ঘোষ-সহ আরও অনেকে। অডিও ও ভিডিও-সহ একটি সুসজ্জিত ট্যাবলো এবার কাকলির হয়ে বারাসত লোকসভার সাতটি বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাবে।
আরও পড়ুন-লজ্জার হারে দৌড় শেষ ইস্টবেঙ্গলের
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান। ডাঃ কাকলি ঘােষ দস্তিদারের সাংসদ তহবিলের টাকায় যেসব কাজ হয়েছে, তার সমস্ত তথ্য-সহ একটি বইও এদিন প্রকাশ করা হয়। কাকলি বলেন, বাম জামানায় বারাসত লোকসভা এলাকা ছিল অনুন্নত গ্রামীণ অঞ্চল। তাঁরা কোনও উন্নয়ন করেননি। তৃণমূল জামানায় দীর্ঘ ১৫ বছর ধরে যা উন্নয়নমূলক কাজ হয়েছে, সেটা আজ সবার সামনেই রয়েছে। আজ রাজারহাট দেশের স্মার্ট সিটির পুরস্কার পেয়েছে। বারাসত মেডিকেল কলেজ, পরিশ্রুত পানীয়জল, রাস্তাঘাট-সহ এই কেন্দ্রের সামগ্রিক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কীভাবে করতে হয়, বামেরা জানত না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে ওঠা উন্নয়নের ঢেউ আছড়ে পড়েছে বারাসতেও।