উচ্চমাধ্যমিকে নতুন ৩ বিষয়, শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণ দেবে সংসদ

এক্ষেত্রে সায়েন্স অ্যান্ড ওয়েল বিইং-এর জন্য নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন এবং সাইকোলজির শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে

Must read

প্রতিবেদন : চলতি বছরে ঢেলে সাজানো হয়েছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। একইসঙ্গে নিয়ে আসা হয়েছে তিনটি নতুন বিষয়। অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও সায়েন্স অ্যান্ড ওয়েল বিইং বলে তিনটি নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে। এবার এই বিষয়গুলোর জন্যই অনলাইনে (Online) প্রশিক্ষণ দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নতুন শিক্ষক নিয়োগ করে নয়, বরং এই নতুন বিষয়ের সঙ্গে মিল রয়েছে এমন সম্ভাব্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মীমাংসা হল না কোনও ম্যাচের

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আমাদের যে কোর্স শুরু হয়েছে সেগুলোর প্রশিক্ষণ আমরাই দেব। নতুন করে এই বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ হবে না। তাই যারা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক রয়েছেন তাদেরকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ট্রেনিং দেবে। বিশেষজ্ঞরা অনলাইনের মাধ্যমে টিচারদের ট্রেনিং দেবেন। কিভাবে পড়াতে হবে, স্টাডি মেটেরিয়াল কী থাকবে সবকিছু বোঝানো হবে অনলাইনে।

আরও পড়ুন-বারাসত জু়ড়ে ডিজিটাল প্রচার শুরু কাকলির

এক্ষেত্রে সায়েন্স অ্যান্ড ওয়েল বিইং-এর জন্য নিউট্রিশন, ফিজিক্যাল এডুকেশন এবং সাইকোলজির শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটির জন্য কম্পিউটারের শিক্ষকদের পাঠ দেওয়া হবে। প্রসঙ্গত, গুজরাটি, ফ্রেঞ্চ এবং পাঞ্জাবি এই তিনটি ভাষায় পড়ুয়ার সংখ্যা দশেরও কম থাকায় এই বিষয়গুলিকে উচ্চ মাধ্যমিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার বদলে এই নতুন তিনটি বিষয় নিয়ে আসা হয়েছে।

Latest article