চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মীমাংসা হল না কোনও ম্যাচের

দু’মিনিটেই বের্নার্দো সিলভার দুরন্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ম্যান সিটি। ২৫ গজ দূর থেকে নেওয়া সিলভার বাঁ পায়ের শট বার্নাব্যুকে স্তব্ধ করে দিয়ে জালে জড়িয়ে যায়।

Must read

মাদ্রিদ, ১০ এপ্রিল : রুদ্ধশ্বাস ফুটবল দ্বৈরথের সাক্ষী রইল স্যান্তিয়াগো বার্নাব্যু! রিয়াল মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটা শেষ পর্যন্ত ৩-৩ ড্র হলেও, আক্রমণ ও প্রতি আক্রমণে ভরপুর একটা অসাধারণ ম্যাচ উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা।
ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল। দু’মিনিটেই বের্নার্দো সিলভার দুরন্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ম্যান সিটি। ২৫ গজ দূর থেকে নেওয়া সিলভার বাঁ পায়ের শট বার্নাব্যুকে স্তব্ধ করে দিয়ে জালে জড়িয়ে যায়। তবে সমতা ফেরাতে দেরি করেনি রিয়াল। ১২ মিনিটে কামাভিঙ্গার জোরালো শট ম্যান সিটির রুবেন দিয়াজের গায়ে লেকে দিক পরিবর্তন করে জালে জড়ায়। দু’মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বল পেয়ে গোল করেন রডরিগো। বিরতির সময় ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছেড়েছিল রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল ম্যান সিটি। ৬৬ মিনিটের বক্সের বাইরে থেকে নেওয়া ফিল ফডেনের সোয়ার্ভিং শট রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিনকে বোকা বানিয়ে জালে জড়িয়ে যায়। পাঁচ মিনিটের মধ্যেই ফের গোল করে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওয়াল দল। এবার দুরন্ত শটে গোল করে গাভারদিওল। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রিয়াল। ৭৯ মিনিটে ভিনিসিয়াসের নিখুঁত ক্রস থেকে বল পেয়ে জোরালো ভলিতে ৩-৩ করেন ফেদে ভালভার্দে।
ম্যাচের পর রিয়াল কোচের বক্তব্য, ‘‘অসাধারণ একটা ম্যাচ। আমরা ৩-১ গোলে জিততে পারতাম। আবার ২-৩ গোলে হারতেও পারতাম।’’ আগামী সপ্তাহে ফিরতি লেগে ম্যান সিটির মাঠে খেলতে হবে রিয়ালকে। আনচেলোত্তি বলছেন, ‘‘আমরা আক্রমণাত্মক ফুটবলই খেলব। সমর্থকরা আমাদের উপর আস্থা রাখতে পারেন।’’ অন্যদিকে, ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলছেন, ‘‘বার্নাব্যুতে রিয়ালকে তিন গোল দেওয়া আমাদের জন্য ইতিবাচক ফল। এবার ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচটা জিততে হবে।’’

Latest article