প্রতিবেদন : শনিবার বারাসত সাংগঠনিক জেলা যুব তৃণমূল আযোজিত বারাসতে দলের তিনবারের জয়ী প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে ভিড়ে ঠাসা সাধারণ কর্মিসভা হল পুরসভার বিদ্যাসাগর সভাকক্ষে। সভায় প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলা যুব তৃণমূল সভাপতি অভিজিৎ নন্দী, চার পুরপ্রধান বারাসতের অশনি মুখোপাধ্যায়, মধ্যমগ্রামের নিমাই ঘোষ, হাবড়ার নারায়ণ সাহা ও অশোকনগরের প্রবোধ সরকার-সহ জেলা মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়, লিংকন মল্লিক, দেবাশিস মিত্র প্রমুখ নেতৃত্ব।
আরও পড়ুন-ভোট-বাজারে আজও টিকে দেওয়াল লিখিয়েরা
সভায় যুবকর্মী ও সমর্থকদের মাঝে নিজের আসন্ন চারবারের জয় নিয়ে নিশ্চিত কাকলির কথায়, ২ লক্ষের বেশি ভোটে জয় পাব। সাংসদ তহবিলের সব অর্থ ব্যয় হয়ে গিয়েছে মাত্র ৭ হাজারের কিছু বেশি টাকা ছাড়া। তিনি বলেন, যুবরাই আমাদের দলের শক্তি। তাই তাঁদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কাছে বিজেপির কুৎসা, অপপ্রচার এবং বঞ্চনার কথা তুলে ধরতে হবে। সন্দেশখালি প্রসঙ্গে কাকলি জানান, ঘটনা যে সাজানো তার পর্দা ফাঁস হয়ে গিয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সাংগঠনিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়ে বলেন, তথ্য জেনে মানুষের সঙ্গে কথা বলতে হবে। না জেনে কোনও উত্তর দেওয়া উচিত হবে না। বিরোধীরা চাইবে ধর্মকে সামনে রেখে গন্ডগোল পাকাতে, সেই ফাঁদে পা দিলে হবে না।