সংবাদদাতা, অশোকনগর : করোনার প্রকোপ সম্পূর্ণ দূর হয়নি। মূলত করোনাকালীন পুরনো অভিজ্ঞতার বিষয়টি মাথায় রেখে শহরতলির এক হাসপাতালে ভেন্টিলেটরের বিকল্প হিসাবে কার্যকরী বাইপ্যাপ মেশিন দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তাঁর সাংসদ তহবিলের ১০ লক্ষ টাকায় ৮টি বাইপ্যাপ মেশিন ও সিরিঞ্জ পাম্প দেওয়া হল অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালকে। শনিবার বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) এই সব চিকিৎসা সরঞ্জামের উদ্বোধন করেন এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে। ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, প্রাক্তন বিধায়ক ধীমান রায়, বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল, অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার রামকৃষ্ণ হেমব্রম-সহ অন্যরা। সাংসদ বলেন, ‘কখনও কখনও রোগীর অক্সিজেন স্যাচুরেশন লেবেল কমে গিয়ে শ্বাসকষ্ট দেখা দেয়। সবাইকে ভ্যান্টিলেটর দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে জীবন বাঁচাতে বাইপ্যাপ মেশিনের সাহায্য নেওয়া হয়। এর ফলে অল্প সময়ের মধ্যে শ্বাসকষ্ট দূর হয়।’ তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা রাজ্যবাসীর সুচিকিৎসায় নানা প্রকল্প চালু করছেন। বিশ্বস্ত সৈনিক হিসেবে আমরা তাঁরই নির্দেশমতো কাজ করে চলেছি।’ বিধায়ক বলেন, ‘আগেও সাংসদ তাঁর তহবিল থেকে এই হাসপাতালের উন্নয়ন করেছেন। এবারও সাহায্য করায় এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার ক্ষমতা আরও বাড়ল।’
আরও পড়ুন: পাচার রুখতে আসানসোল-রানিগঞ্জে সক্রিয় সিআইডি